একদিন জলফড়িং

প্রকাশ | ০৩ মে ২০১৯, ০০:০০

জাহিদ হোসেন
বন্ধু হলে একদিন জলফড়িং জীবনানন্দ, শরৎ, নজরুল দেখাতাম শ্র্রাবণের বুকে মেঘ কীভাবে কাঁদে দেখাতাম- বন্ধু হলে এক কাপ বৃষ্টিভেজা ধূমায়িত চা একই ছাতার নিচে শোনাতাম মনপুরার গল্প বন্ধু হলেই নামকরণের লোকজ নৈতিকতা প্রদীপের অন্ধকারে স্বরচিত স্বাধীনতা, বন্ধু হলেই নতুন কবিতা, ঝিলের মাছরাঙা, দখিনা বাতাস সমঝোতার আলোচনা, মুক্ত গণতন্ত্র, দুর্নীঁতির আস্ফালন উদাসী আলতার সোনালি ছায়াপথ বন্ধু হলেই লাল গোলাপ, রজনীগন্ধা, মিথ্যা ভাষণ জোনাকীর আলোয় সোনালি স্বপ্ন জামদানি প্রেম, মিছিল, মন বিনিময় মধ্যরাতের টক শো, নিরপেক্ষ নির্বাচন বন্ধু হলেই সুস্থ' বাংলাদেশ...