শহীদ স্মরণে

প্রকাশ | ০৩ মে ২০১৯, ০০:০০

জাহানারা জানি
রক্ত দিয়ে কিনেছি দেশ মাটি ত্রিশ লক্ষ লাশের ওপর করছি হাঁটাহাঁটি পবিত্র ওই রক্ত মাংস মিশে দেশের মাটি হয়েছে ভাই খাঁটি। সেই মাটিতে কোন সাহসে বলো দেশের শত্রম্ন গেড়েছে আজ ঘাঁটি। স্বাধীনতা ভিত উঠেছে নড়ে আমরা কি আর থাকবো বসে ঘরে? স্মরণকালের ৭১ এর ২৫ মার্চ রাতে কত কবি বুদ্ধিজীবী দিলেন তাজা প্রাণ বেইমান ওই আলবদরের হাতে। সোনা ছেলে জহির রায়হান কোথায় খুঁজি তাকে? কোথায় গেলেন প্রিয় মুনির স্যার জীবন গেল কোন ঘাতকের হাতে? কবর নাটক লিখে নিজের হাতে দেশের দুঃখ জানান জগৎটাতে। সোনার মানুষ সোনার প্রদীপ হাতে আঁধার ঠেলে আলো ছড়ায় রাতে। সমুখে তার দেখি না যে আর প্রশ্ন মনে জাগছে যে বারবার। মনের ভেতর আমার ভীষণ ঘোর সারা বাংলা খুঁজে মরি আজও কোথায় প্রিয় মনির স্যারের কবর শমী কায়সার কেন পিতৃহারা? মায়ের চোখে কেন অশ্রম্নধারা? কোথায় গেলেন সংসপ্তক শহীদুলস্না কায়সার প্রিয় স্যারকে নিখোঁজ করলো কারা? \হআজও কিন্তু পাইনি তার খবর লক্ষ লাশের লিস্টি হাতে ধরে চাই যে বিচার রাষ্ট্র বরাবর