স্পর্শ

প্রকাশ | ০৩ মে ২০১৯, ০০:০০

এমএইচ মোবারক
দিন শেষে ভাবি, হয়তো হারিয়ে যাচ্ছি চেনা ঠিকানায় ঘুরছি, অচেনার মতো। তাই ভিতরটা আরও ভিতরে চলে যাচ্ছে সন্ধ্যায় ডুবতে বসি, ডুবতে ডুবতে রাত হয়! এখানে অনেক কোলাহল, পরিচিত শব্দও কম নয়। তবুও হারিয়ে যাচ্ছে, চেনা পথ আমি জানি তুমি দেখছো, মুখোশের অন্তরালে। সব অলিগলি ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়। এখানে স্পর্শ খুব গভীর না আধখোলা চোখে তখন শুধুই ভেসে ওঠে; পুরনো প্রতিচ্ছবি। ঠিকানা বিহীন হতে চাই যেখানে স্পর্শ খুব গভীর।