স্বাধীনতা

প্রকাশ | ০৩ মে ২০১৯, ০০:০০

মেহেদী ইকবাল
একটি শব্দ উনুনের আগুন হতে পারে হতে পারে মাধ্যাকর্ষণ। ঘন বনের ভেতর চকিত হরিণ শিশুর কাছে একটি শব্দ পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত রোদের আদর। একটি শব্দ ব্রহ্মপুত্রে মিশে যাওয়া সন্তান হারা মায়ের অশ্রম্ন। পিঠে নির্মম চাবুকের কষাঘাত। অজস্র অপমান আর অবহেলা আর নির্যাতনের প্রকৃষ্ট জবাব হতে পারে একটি শব্দ। একটি শব্দ বয়ে চলা নদী, কখনো পাহাড় কখনো সমুদ্রের ফুঁসে ওঠা ঢেউ, কখনো বদলে যাওয়া মানচিত্র। একটি শব্দ হাজার বছরের প্রতীক্ষা শেষে কোনো শিশুর ঠোঁটে ফুটে ওঠা প্রথম হাসি স্বাধীনতা !