সন্ত্রাস

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
কোন কোন বৈশাখ শিকড় গজিয়ে বসে প্রতি মুহূর্তে সে তান্ডব চালায় যখন খুশি, অন্তিম মহড়ায় সব কুশলী আসল নাটকের চেয়েও যেমন তৎপর তেমনি দক্ষতায় কারও জীবনে অজান্তে ঢুকে পড়ে দাপট চালায় পাঁচটি আঙুলে চেপে হৃৎপিন্ডটাকে খামচে রক্তাক্ত করে কাক জোৎস্নায় কতকাল থাকে না ঘুম ঝড় ঠেকাতে সারা রাত কাচের জানালা আটে, দরজা লাগায় পুঁটলি বেঁধে তাকে ফেলে দিবে বলে আঁচল ভরে নেয় বাতাসের শ্বাস অমানিশা আগুন তবু জ্বলে দাউ দাউ বিরাম বিহীন চলে এই সন্ত্রাস।