প্রেমপর্ব ৮৫

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

সমীর আহমেদ
চাঁদের মতো চিরকাল অধরাই থেকে যাবে জানি, তবু হৃদয়ের সাধ যত পুড়িয়ে যাই ধূপের মতো। আকাঙ্ক্ষার ঢেউয়ের চূড়া ভেঙে এ গন্ধ আর কত দূর ছড়াবে? শিমুলফুলের রং কেমন জানে না অন্ধ কোকিল; তবু দেখো কখনো আপন মনে ডেকে যায় শিমুলের শূন্যডালে। তার জন্য ফোটেনি শিমুল। কিছু কাঁটা তাকে দিয়েছে তো ছুঁয়ে! তোমাকে না ছুঁয়েও খানিক জেগে থাকা যায়, ছুঁয়ে দেয়ার গভীর অনুভবে। মুগ্ধতায় মগ্ন হলে ভেতরে বেজে ওঠে সুরের তরঙ্গ। তবু দেখো, গান না শিখেই গুনগুন করে নেচে ওঠে কিছু রক্তলোলুপ মাছি!