আহাময় জীবন

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

শাহিন আখতার
আহা একটা জীবন! তাকে ঘিরে কত আয়োজন! কত চাওয়া পাওয়া জাল বুনে, সুখসিন্ধুর মুক্তো ঝিনুক ধরবে তাতে। এ পৃথিবীর কোথায়- কার সুখ মেলে, কেউ জানে না নিজে! যার যা নেই, সুখ খোঁজে তাতেই। হাতের নাগালে থাকা, স্বপ্নশালা, কেউ সেখানে সুখ খোঁজে না। আহা-রে! আহাময় জীবন! ছুটোছুটি সুখ অন্বেষণ।