গোলাপের ইতিকথা

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

মিলটন সফি
\হ অজস্র সত্য আর মিথ্যের মধ্যে থেকে তুলে নেয়া কিছু শব্দ দিয়ে তোমাকে সাজাই নিরন্ত দাঁড়িয়ে থাকা জীবনটাকে যখন অতিক্রম করো তখন, তোমাকে দেখা ছাড়া আর কোনো কাজই থাকে না জানিনা, তোমার মধ্যে কি অশেষত্ব আছে যা পড়তে পড়তে, আমি কবি হয়ে যাই। আমি প্রতিটা বৃক্ষকে স্পর্শ করার মধ্যে দিয়ে তোমাকে অনুভব করি, আহাঃ কি প্রশান্তিময় তোমার দেহ, ওহঃ কি অদ্ভুত সুন্দর ভালোবাসা নদী আর নৌকোর, আমি অবাঞ্ছিত না হলাম জল, না হলাম নৌকো, ধিক এ মানব জন্ম, ধিক অজস্র পাপ আর পাপীদের মধ্যে থেকেও তোমার চোখে চোখ রাখতেই সুরাঘর থেকে কাবাঘরে পৌঁছে যাই এক মুহূর্তে, আমি পূর্বজন্ম ভুলে মহাপুরুষের কাতারে থাকি আমি পুষ্পকুঞ্জ কিংবা কেটে রাখা মুন্ডুকের পাশে দাঁড়িয়েও তোমাকে স্পর্শ করি, আমি মানে তুমি, মানে তুমি আর আমি, জীবনে এমন অনেক প্রেমই তো হয়, যে প্রেমে সমতা থাকে না তা'বলে বৃক্ষ আর মালীর প্রেম কি মিথ্যে হয় মিথ্যে হয় গোলাপের জন্ম?