অঙ্গীকার

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

আয়েশা মুন্নি
দুনিয়ার মজদুর এক হও বিশ্বজুড়ে স্স্নোগান, মালিক-শ্রমিকে কেন বিভেদ গাই সাম্যের গান। অধিকার আদায়ে মজলুম শ্রমিক হও আজ ঐক্যবদ্ধ। মালিকরূপী শোষক ও শোষণের বিরুদ্ধে করতে হবে যুদ্ধ। মূল্যস্ফীতির তপ্তচাপে শ্রমিকের দিন কাটে অর্ধাহারে, মালিকরূপী ওই শিল্প বণিক করে যায় আঘাত তারে। শরীরের রক্ত ঘাম হয়ে ঝরে পায় না শ্রমের মূল্য, ওরা চেনে টাকা, মানবতাহীন নয়কো মানুষের তুল্য। মে দিবসে শ্রমিকের হোক আজ নতুন অঙ্গীকার। আদায় করে ফিরবে সে নীড়ে ছাড়বে না অধিকার। মালিক-শ্রমিক ব্যবধান রোধে আনতে হবে শক্ত বিধান। মালিকরূপী পাষাণ হায়েনার যেন না নেয় শ্রমিকের প্রাণ।