শব্দহীন গান

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

তানিয়া লাইজু
সূর্যের আলতো স্পর্শে পাতারা জেগে ওঠে। অদৃশ্য অনুভূতি সময়কে বেঁধে রাখে কবিতায়। প্রখর রোদে শুকিয়ে যাওয়া শিশিরের মতো অনুভূতিগুলো পালিয়ে বাঁচে। স্বপ্নভাঙা শুকনো পাতা কেঁপে কেঁপে ওঠে। পাতার স্বপ্নের বিভোর পাখির কণ্ঠে শব্দহীন গান, গোল হয়ে ঘুরতে থাকে শুকনো পাতার চারদিকে। প্রথম দিনের নক্ষত্র তুমি কি জানো, এই অদম্য ছুটে চলা তুমিই তৈরি করেছো? সৌর কলঙ্কের মতো খাঁ খাঁ অনুভূতি, হৃদয়ে আমার।