দুঃস্বপ্ন

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

ইয়াসিন আযীয
কিছু মানুষ এই পারমাণবিক যুগে- লাঠি বলস্নম হাতে করছিল দ্বন্দ্ব যুদ্ধের মহড়া; এক নারী, প্রতিপক্ষ নারীকে ছেড়ে দেবে না বলে ছাড়ছিল হুমকিধমকি। বদ্ধঘরে প্রতিপক্ষ দল খুঁজে পেল সদ্যজাত শিশু ও মাকে। মহড়ার দল, উগ্র নারী- ছেড়ে দিল মা ও শিশুকে। মানবতার প্রকাশ মিলল- ভরসা পেলাম শান্তির। আশ্চার্য- শিশুদল মাথায় তুলে আছাড় মারলো শিশুটিকে। কিছু আর্তনাদ ধ্বনিত হলো বাতাসে। একটি শিশুমুখ উড়ে গেল অন্য গ্রহে। একটি দুঃস্বপ্নের রাত কী সংকেত দিয়ে গেল? এটা কি সত্যিই দুঃস্বপ্ন- নাকি সময়ের চিত্রকল্প।