বহুদূর পথ গন্তব্য নিকট

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

মাসুদ মুস্তাফিজ
সেই থেকে শব্দের ঘ্রাণ মেখে সূর্যের ছায়ায় হেঁটে যায় জলদাস আর অতল স্পর্শের ফুল ভেঙে জলের দিশারি বিদুষী মন নিয়ে পূর্ণিমালোয় আক্রান্ত হচ্ছি তার নিজস্ব নিসর্গ থেকে নিকট অতীতের কুমারী সন্দেহগুলো অন্তহীন যত্নে সূচিশিল্পের রুমোলে তুলে রেখেছি- জানি হেমন্ত কিংবা শীতে সব পাখি হয়তো নীড়ে ফেরে না-যায় না যূথীবনে সময়রোদ্রে কিন্তু অনুভূতির ভাষা মানুষের সীমানা পেরিয়ে দিগন্তের স্রোতে পথের অক্ষর-শব্দ সৃষ্টি করে যতিহীন চিহ্ন এ পথ ততটাই বিশ্বাসী ছলনা স্তনজল ভাঁজে ভাঁজে নিরাবেগ রাগের অগ্নি প্রণয়ের নির্বেদচোখে ভালোবাসার অভিমানী ঈশ্বর সুরের আত্মা ছিঁড়ে অতলান্তিমনের সূর্য ডোবে আর এভাবেই প্রকৃতিঠোঁটে জলকলহে কিছু নির্বানের বাতাস উপমাস্নায়ুর নিঃসঙ্গতার আয়ু কেটে কেটে পৃথিবীর জীবন বৃক্ষ হয়ে ওঠে...