তুমি আমার মা

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

নাহার আহমেদ
তুমি আমায় জন্ম দিয়েছিলে মা। সেই সত্যের গাঁথুনিতে গড়ে উঠেছে আমার এই সুন্দর পৃথিবী খানা আমার স্বপ্ন মহল। তুমি তো নও আমার ক্ষণিকের স্বপ্নে পাওয়া কোনো সাতনরিহার ভালোবাসার অনন্ত পিয়াসী আমি সাজিয়েছি নিজেকে নানা রঙে। আমি বিশ্বাস করিনে তুমি নেই। তুমি আছো আমার চিন্তায় চেতনায়। একেক রূপে ধরা দাও তুমি। বিশ্বাসের গাঁথা মালা কেউ ছিঁড়তে পারবে না। ভালোবাসার সর্বোচ্চ চূড়ায় তোমার অবস্থান নক্ষত্রের মতো স্থায়ী। শুভ্র রজনীগন্ধাগুলো বুকে জড়িয়ে ধরে অনুভব করি তোমার মধুর অস্তিত্ব। কন্‌কন্‌ে শীতের রাতে তোমার বুকের ওম আমি খুঁজে পাই পশমী কম্বলের নিচে মাঝে মাঝে ঐ সূর্যমুখী ফুলের মধ্যে আমি দেখতে পাই তোমার মুখের সেই হাসি। আমাকে মোহগ্রস্ত করে রাখে শরতের ঐ স্নিগ্ধ শিউলীরা ঠিক যেন তোমার ঐ লাবণ্যময় মুখখানা ভাবনার অলিন্দে মাঝে মাঝে তুমি উঁকি দিয়ে যাও, হিমেল পরশ বুলিয়ে দিতে দক্ষিণার রূপ ধরে।