শেখ হাসিনা আপনার ফিরে আসা

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

মিল্টন বিশ্বাস
১৯৮১-এর সেই ১৭ মে- সেদিন ছিল উজ্জ্বল ভোর, দিকে দিকে ছিল কথার গুঞ্জরন দেখতে দেখতে দুপুর গড়ায়, নেমে আসে পৃথিবীর কান্না অঝোরে ঝরতে থাকে জলের প্রপাত, কালো সেই মেঘের প্রলেপ তারপর জনতার উৎসুক চেয়ে থাকা, স্স্নোগান মুখরিত অলি-গলি। এমন সময় বিকেলের ফ্যাকাশে অন্ধকার ভেদ করে- একটুকরো অক্ষয় আলো হয়ে- আপনার ফিরে আসা- শেখ হাসিনা এই কপোত বাংলার শূন্য যাপনে- শূন্যতা এক বিশাল নদী, শূন্যতা এক আদি শ্মশান। অতলের পরিধি মাপা নেই, জানা নেই কালের পরিচয়- তবু সেই ভিড়ের রাজ্যে এগিয়ে চলার অগ্নি প্রত্যয়। আপনি এলেন সেই পরিচিত আঙিনায়, যদিও নেই ঘরের আদুরে মুখগুলো আপনি এলেন সেই 'জয় বাংলা'য়, যদিও নেই বীর বাঙালির স্বপ্ন তিলক আপনি এলেন সেই প্রিয় সব সড়কের পথ ধরে, যদিও নেই ফুলের সৌরভ আপনি এলেন কোটি কণ্ঠের হয়ে প্রতিবাদ, যদিও তখন জলপাই রং গিলেছে মগজ বাংলার। শেখ হাসিনা, আপনার ফিরে আসা দিনমণির দিদিমণি হয়ে পেখম তোলা আপনার ফিরে আসা বঙ্গবন্ধুর ৭ মার্চের নির্দেশ হওয়া আপনার ফিরে আসা হন্তারক শাসকের বিচারের সংকেত হওয়া আপনার ফিরে আসা শত বছরের বিস্ময় আর উন্নয়নের দুয়ার খোলা। ১৭ মে ফিরে আসা শেখ হাসিনার জয় অনাদি অটল- তাই কোটি মানুষের আবেগের মুখর ছবি হয়েছে নিটোল। ১৫-৫-২০১৯