অনাবাদি ভূমি

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

চৌধুরী শাহজাহান
এমন যোগ্য জায়গা কোথাও দেখি না তোমাকে এক নজর দেখার চারিদিকে শকুন দৃষ্টি বিদ্ধ করে জীবন অতিষ্ঠ করে তোমার-আমার। তোমাকে দেখার পর হৃদয় ক্ষরিত হয় প্রবহমান নদীর স্রোতধারায় জানি না, পাবো কি না তোমায় স্নিগ্ধ জোছনায় একান্ত ভালোবাসায়। স্বপনে-জাগরণে আসো আমার ঘরে প্রায় প্রতিরাত মোহাবিষ্ট করো তুমি আদর-চুমুতে তৃষ্ণার্ত অনাবাদি ভূমিকে চাষ করো পরম মমতায় ভ্রমি। পাহাড়, বন-জঙ্গল, সমতলভূমি, অন্তরীক্ষ সবখানে দু্যতি ছড়াচ্ছো তুমি নীলাভ জলরাশি আনন্দ সাগরে মেতে আছো বৃষ্টি হয়ে বাদলকে চুমি।