দুঃখ

প্রকাশ | ৩১ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোলাম কিবরিয়া পিনু দুঃখ থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজলেও, সে-পথ খুঁজে পাবে না! তোমারও তো বোধভাষ্যি আছে, মানুষ মাত্রই দুঃখ থাকবে, এই বাস্তবতা নিয়ে আশ্রমে থাকি আর না থাকি, অট্টালিকায় থাকি আর না থাকি, কুঁড়েঘরে ঘরে থাকি আর না থাকি! দুঃখ ও যন্ত্রণার উপশম হতে পারে, তবে তা সম্পূর্ণ কর্পূর হয়ে উড়ে যাবে না, বোতলে থাকা মানুষ-তুমি যতই গুরুর পদতলে গিয়ে থাকো না কেন!