ভাগ্যচক্র

প্রকাশ | ৩১ মে ২০১৯, ০০:০০

আবু হেনা আবদুল আউয়াল
কী আশায় চেয়ে আছি বসে আছি জানিনা- জানি শুধু এভাবেই চেয়ে চেয়ে বসে বসে সময়ভেলায় চ'ড়ে পথ পাড়ি দিতে হয় পথের ওপ্রান্তে কী আছে জানিনা- জানি পথ শেষে জানা যাবে একদিন, কেউ কেউ ভাগ্যরেখায় বিশ্বাস করে, জ্যামিতির জটিল রেখার মতো ভাগ্য রেখাগুলো দেখে দেখে ক্লান্ত রেখাপাঠ বিশারদ, গ্রহ-নক্ষত্রের সাথে কী সব মিলিয়ে ফলাফল বলে দেয় কী তাজ্জব টিয়াপাখি সহজেই কী করে জানান দেয় আগামী দিনের জীবনপ্রবাহ অষ্টধাতু পরেও ভিক্ষার ঝুলি কাঁধে পথে-ঘাটে দেখি লেখা আছে 'এখানে তাবিজ দিয়ে চোর ধরা হয়' পথ শেষে বোঝা যায় জীবন পাথর নয়