একান্ত পদাবলি

প্রকাশ | ৩১ মে ২০১৯, ০০:০০

রেবেকা ইসলাম
শহরের ভাঙাচোরা রাজপথগুলো সবসময় ধীরে ধীরে চলে, নতজানু হয়ে বার্ধক্যের জড়তায় জবুথবু হয়ে, ঝিরি ঝিরি সন্ধ্যা নামে পথের বাঁকে, স্বপ্নগুলোকে অনেক আগেই বিক্রি করে দিয়েছি নামমাত্র মূল্যে, কিছু কিছু মূল্য ছাড়াই ওই পথের কোনো এক ফেরিওয়ালার কাছে, আজকাল চলে যাওয়া প্রলম্বিত সময়কে মাপার দীর্ঘ আকুতি কুরে কুরে খায়, রাতের কপাট খুলে ভেতরে ঢুকতেই দীর্ঘ নীরবতা সব পাখি ঘরে ফেরে ডানা ঝাপটিয়ে, শুধু ফিরলে না তুমি গালিবের কবিতা হয়ে, রাগ বাগেশ্রীর মোহময় সুরে ভিজে, এসো নদীর হাত ধরে আবার পালিয়ে যাই ভুভুজেলা বাঁশির সুরে মৌনী হয়ে ভোরের কুণ্ঠিত আঁচল শিশিরে ডুবিয়ে।