পথিক

প্রকাশ | ৩১ মে ২০১৯, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
বঙ্কিমচন্দ্রই প্রথম জানালেন আমাদের প্রবল ব্যথায় পথিকরা বিশ্বময় প্রতিদিন প্রতিক্ষণ পথটি হারায় পৃথিবীর সুবিপুল ছায়া বৃক্ষের ফাঁকে কোথায় পালায় পথ কেউ জানে না সীমান্তের এক প্রান্তে থাকে স্মৃতি সৌধ তার পাশে ঘুরতে ঘুরতে কাটে যে সময় অপর প্রান্তে আছে কাঁটাতারের বেড়া থামার সংকেত,তারপর দুর্যোগময় দূর কোনো অজানা ঠিকানায় নির্জন এ পথ চলে যায় দিগন্ত ক্রমেই সরে যেতে থাকে দূরে সারাটি জীবন পথিক গন্তব্যের খোঁজে পড়ে থাকে তৃষ্ণায় আঁস্তাকুড়ে।