বৃহল্লনা সংবাদ

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ০০:০০

আলমগীর রেজা চৌধুরী
বাইরের পৃথিবী আমার অন্ধকার আলোহীন নগর এখন শ্বাপদের পদধ্বনি। কারা বৃহল্লনার মতো তালিয়া বাজিয়ে যাচ্ছে আমি তার কিছুই শুনতে চাইনি! আমি যাকে অন্বে^ষণের সুনিপুণ কায়দায় আটকাতে চেয়েছি, তার কুটিল ফঁাদে অহনির্শ অতিকায় থাবা? নগ্ন পা আর শঙ্কিত দৌড় একাত্তরের সঙ্গী রক্তাক্ত উষ্ণ পিচ্ছিল জনপথ মাড়াতে মাড়াতে অরুন্ধতীকে খুঁজে পেয়েছি। একটি নীলাভ আকাশে ঘুড়ি উড়ছে নাটাই টানতে টানতে ও আমাকে জড়িয়ে ধরে- আমি কারও স্পশর্ অনুভব করি না না অরুন্ধতী না শ্যামলিম ঘাসফুল! ধ্যানস্থ চৈতন্যে অনুরণন তুলছে, আমার সন্তান বাড়ি ফিরে নাই! আর আমি সব ভুলে নিকষ অঁাধারে তালিয়া বাজিয়ে যাই।