বৃষ্টিবতী ভোরে

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ০০:০০

ফকির ইলিয়াস
এলে ভোর, দিও তারে একটি জবাফুল এলে সন্ধ্যা, সাগরজলে খুলে দিও চুল। এলে দুঃখ, বাতাসের দিকে চেয়ে পরে নিও মেঘ-বিজলীকে কাছে পেয়ে। আবার আকাশে দেখে নিও গজর্ন যেমন পাখিরা ভয় পায় না ঝড়ে নতুন নিবাস খুঁজতে গিয়েই নদী চিনে নেয় গতি-স্রোতের নামতা পড়ে। বষার্র ছবি বুক পকেটে রেখে এই যে আমি কবিতার খাতা খুলে অঁাকা অঁাকি করি ভুলের অক্ষরগুলো উৎসজের্নর সব স্মৃতিটুকু ভুলে। এলে বৃষ্টি, বাড়িয়ে দিও হাত ভেজার আনন্দে রাঙা হোক প্রভাত।