অনুরোধ

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ০০:০০

স্বরূপ মÐল
শুভ একটু সময় দাও মানুষের মৃত্যু বললেই তো আর মৃত্যু হয় না। একটু সময় দাও শুভ আমিতো বলছি চলে যাবো যত তাড়াতাড়ি পারি। সময় দাও আর একটু শুভ। তারপর সমস্ত ভারতবষর্ লিখে দেবো তোমার নামে। শুধু একটু সময় চায়। আমার মা এখন পৌড়। হঁাটুর বেদনায় বিকলাঙ্গ। আর কটাদিন সময় দাও শুভ মা আমার মরে গেলেই চলে যাবো। একটু সময়, এতখানি বেদনা উপশমের মলম এখনো অনাবিষ্কৃত, তাই এত আকুতি। কথা দিচ্ছি আর ফিরেও মাড়াবো না তোমাদের পৃথিবী শুধু একবার আমার মাকে মরে যেতে দাও। আমি ভিক্ষাবৃত্তি সম্মান করনি কোনোদিন। আমার অহঙ্কার দিয়ে গড়ে দেবো তোমাদের সুগন্ধি ফুলের বিছানা।