মতান্তর

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

বাবুল আনোয়ার
তোমার কথা হয়নি জানা সব দুঃখ তোমার শুকনো বালুচর ইষ্ট দিনের স্মৃতি নিয়ে বুকে চলছো তবু ভুলে নিরন্তর হয়নি লেখা কষ্টগুলো তোমার হৃদয় জুড়ে রাখেনি কেউ ধরে একলা তুমি শূন্য মাঠে বসে ভাবছো শুধু নিজের মতো করে রাততো আসে আঁধার নিয়ে সাথে হারিয়ে যায় কালের পথে একা তোমার জন্য কেউ থাকেনি বসে মেলেনি তাই সিক্ত চোখের দেখা।