আমাকে জয় করতে হয়

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

হাসনাইন সাজ্জাদী
আমাকে প্রতিবারই জয় করে নিতে হয় আমাকে ক্ষয়ে যেতে হয় প্রতিবাদের আগুনে কোনো বিশেষণ ছাড়াই আমি সংগ্রামী মাতৃগর্ভ থেকেই আমার সংগ্রামের সূত্রপাত। আমার নামটি কারো ডিজিটাল হৃদয় স্ক্রিনে একবার যদি ভেসে ওঠে স্বস্নেহে আমার বয়ে বেড়ানো স্বপ্ন তখন নিশ্চয় সচল হবে আগামী সম্ভাবনায় আমি অবিনাশী শূন্যতা আমার কাছে পরমাণুশক্তি তবুও জোর করে ক্ষয়ে যাই বয়ে বেড়াই কষ্টের ছাতা জয় করে নেই ছায়া প্রচ্ছায়া সুশীতল বাতাস জয়ে জয়ে আমি আজ বিজয় পতাকামানুষ। ডাস্টবিনের ভেতর জমে থাকা ময়লা ময়লার জন্ম নেয়া কীট জীবনে দুর্গন্ধ মানুষের আসল পরিচয় তো তাই মানুষ এর চাইতে শ্রেষ্ঠত্বেও দাবিদার হয় কি করে? আমি জয় করি আমাকে জয় করতে হয়। আমার জয় নিউরনেরই জয় বুদ্ধিমান মানুষ বুদ্ধিতে বুদ্ধিতে যে মানুষ এত পথ এলো সেইতো পরাজয়ের গস্নানিতে করে ভয়।