সন্ধান

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

মাহবুবা ফারুক
প্রায়ই নিজের বাড়ি, রাস্তার নম্বর, ঠিকানা- নিশানা ভুলে যাই। একেবারে কিছুতে পারি না আর পৌঁছুতে বাড়িতে কী করি কী করি করে মনে করি ঘ্রাণ সেখানেই চলে যাই গন্ধ চিনে চিনে যখন ফুলের টবে পানি ঢালো ভোরে বারান্দায় আনমনে দাঁড়াও বিকেলে শহরের এক প্রান্তে তুমি অন্য প্রান্তে সাগর লুকিয়ে চোখে এভাবে হারাই বলার সামান্য কথা আছে কীনা বাকি আজও হলো না জানা অথবা সকল কথা আমাদের হয়ে গেছে বলা শেষ। \হবিষণ্ন বাতাস হয়ে এভাবে খুঁজছি কখনো হবে কি দেখা হবে আর কথা?