অভিমান জমে থাক রাতের ত্রিভুজে

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

রিক্তা রিচি
তোমাকে কতদিন দেখি না। নক্ষত্রের ট্রাঙ্কে দুঃখগুলো জমা দিলাম। তারপরেও তোমাকে দেখিনি। অভিমানে ঝরে পড়ে কত ফুল, \হকত তারা নিভে যায় রাতের ত্রিভুজে। কতশত ঝর্ণারা করে আত্মদহন। \হকত নদী নীরবে চোখ মুছে। পরেও তুমি ধরা দাওনি। তোমাকে দেখিনি। অভিমানগুলো খসে খসে জল হয়, জল ঝরে সমুদ্রের লোনাজলে। অভিমান আলগোছে জমে থাক রাতের ত্রিভুজে।