প্রিয় নৈঃশব্দ

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

পথিক শহিদুল
ভট্টাচার্য, প্রিয় নৈঃশব্দ আমি চেয়েছিলাম তার বদলে তুমি দিয়েছো শব্দের হাতছানি প্রিয় ঘরবাড়ি ছেড়ে যাত্রাপথে দেখা হয়েছিল কবে কখন, তোমার কি মনে পড়ে। ভোরের আলো আঁছড়ে পড়েছে কেবলি ধানকাটা ক্ষেতে আধো অন্ধকারে পথের ঠিকানা জানা নেই- ভট্টাচার্য গন্তব্য কোথায়? খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজারের পথ এখন বন্ধ। অসহায় বালকের মতো উদোম ছোটাছুটি কবিতার মতোই অথচ আপেল গড়িয়ে পড়ে মাঝপথে, আমি এখনো কিংকর্তব্যবিমূঢ়! জানালা দরজা সদর উপজেলা থেকে এক কিলো: মাত্র আমি বলি- নৈঃশব্দের অতিরিক্ত ব্যয়ে নিশ্চুপ সেই প্রিয় চোখ দুটি তবু নৈঃশব্দ চাই ভট্টাচার্য। হতভাগ্য মানুষের সেই নৈঃশব্দ চাহিবামাত্র ফিরিয়ে দিলে খালি হাতে। ভট্টাচার্য ক্ষমা করো আর কখনো নৈঃশব্দ চাইবো না চতুর্থবারের মতো বলছি, ভালো থেকো তুমি।