মেহেবুবা রাত

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

সুরভি জাহাঙ্গীর
নন্দিত নরকের মেহেবুবা নরকের সাথে সহবাস প্রকৃতির রাতে অনিয়ম অকালে চাঁদ ডুবে যায়! প্রতিরাতে ডানার ক্ষত ঢেকে অচেনা কালো ঘ্রাণ হাবুডুবু নিকোটিন ভরা ঠোঁট কষ্ট হয় শ্বাস নিতে তীব্র দহন জ্বালা কুহেলি প্রপাতে! মোহময় মাদকতায় ঢাকা রাতের আর্তনাদ নরক নেশার পিছুটান বারবার পিছু ডাকে মেহেবুবা মেহেবুবা অচেনা মেহেবুবা মোড়কে প্রতিদিন নরক জলে ভিজে মরি! অপবিত্র হই! পুণ্য স্নানের জল খুঁজি শুকনো নদীর বুকে! শুকনো নদীকে জলের গান শোনাই জল দাও জল-দাও! প্রতি ভোরেই মনের সমুদ্র অ্যালব্রটস খোঁজে! প্রাচীন নাবিকের চোখে নতুন ভোরে অপেক্ষা ক্ষয়ে যাওয়া বুকটা পুরনো স্পর্শ খোঁজে মুঠো ভরা মিথ্যা সৈকতে!