ধান দেহ

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

দুলাল সরকার
ধানের দেহ আমি নির্মাণ করিনি জন্মের পর থেকে উত্তরাধিকার সূত্রে এ দেহ আমার চেনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর বলে এ দেহটি নীরবে নীরবে আমাকে আবেগতাড়িত করে অলক্ষ্যে এ পৃথিবীর মানুষের প্রাণ রক্ষায় নিয়োজিত আছে; অথচ এর জন্ম ঈশ্বর দেননি আমি অন্তত তাই জানি কোটি কোটি বছরের প্রাকৃতিক বিবর্তনের ফলে এ এক নৈসর্গিক উপাদান জিনগত পরিবর্তনের বিশেষ পর্যায় শস্য বীজটি এমন জীবনদায়ী হয়ে উঠেছে যে এর থেকে চাল হয় চাল থেকে সাদা জুঁইয়ের মতো কোমল ভাত হয় যা খেয়ে আমরা মায়াবি মানুষ হই ভালোবাসি, ঘৃণা করি যদিও এখানে ভাতের কোনো ভূমিকা নেই।