বলতেই হবে

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

রেজাউদ্দিন স্টালিন
বলতেই হবে সেই মাহেন্দ্রক্ষণের কথা কীভাবে তার আয়ত চোখের ভেতর আবিষ্কৃত হলো মৃতু্য আলো অন্ধকারের ঢেউয়ের চূড়ায়-চূড়ায় তার চুলের ঝিকমিক নক্ষত্রের কথা বলতেই হবে ঝাউবীথির বিষণ্ন মেদুর ভ্রম্নর কথা বক্ষময় বিচরণশীল অশ্বারোহীর উদ্দেশ্যের কথা যখন তার মুখ অহোরাত্র মর্মরিত তন্ত্রীর তারে নাম না জেনেও তাকে সর্বস্ব বলে, স্বাতী বলে-সম্বোধন আকাশে দীপ্যমান গ্রহের নামে তাকে ডাকা হৃদয়ের ডঙ্কা বাজিয়ে শাখ বাজিয়ে খোল-করতাল বাজিয়ে আহ্বান সে-কি শুনতে পায় না অনন্ত আর্তস্বর প্রেমে প্রতীক্ষায় এত বিভোর অক্লান্ত প্রতিজ্ঞাবদ্ধ মজনুকে এত বিদীর্ণ হতে কে দেখেছে ইউসুফকে অপ্রতিরোধ্য হতে এমনকি ম্যাকবেথকে আত্মসংহারক অকপটে বলতেই হবে সত্যলব্ধ শ্লোকের কথা শাহ্‌নামার চেয়ে দীর্ঘ ব্যঞ্জনাময় মহাকাব্য বেদনা বিরোচিত পদ্মাবতীর পদের চেয়ে পুণ্যবান বিদর্ভ আকাঙ্ক্ষার কথা বলতেই হবে পথে পথে ছড়ানো ছিটানো ভগ্নাংশের কথা আর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী আত্মবিনাশের কথা জানাতেই হবে প্রার্থনা মঙ্গলের প্রভু এজীবন মুক্ত করো মরীচিকা থেকে সুন্দরের আরাধনা ক্লান্তি থেকে ত্রাণ করো মানব রচিত বিধানের ব্যত্যয় ঘটিয়ে হৃদয়কে বিচ্ছিন্ন করো জাগতিক থেকে স্বনির্বাচিত করো সংক্ষুব্ধ সময়ে