ফুটপাথ

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
হৃদয়ের ফুটপাথে কে হাঁটে এখন? চেনা চেনা লাগে তার পায়ের আওয়াজ বার বার মনে পড়ে ফেলে আসা দিন ভুলে যাই ভুলে যাই সমস্ত কাজ হাত ছানি দিয়ে ডাকে ব্যথিত সময় যায় না চেনা তাকে আবছায়া অবয়ব ভেসে উঠে চকিতে মিলায় চোখে পড়ে দূর থেকে তার চলে যাওয়া পদ- শব্দ শোনে না কেউ আমি ছাড়া থামে না সে কোনো দিন হাঁটে অবিরত দেখে না সে কোনো কালে মনের ভাঙন চোখের কোনায় ভাসে অশ্রম্ন যতো পাড় ধসা পদ্মার মতো যে আমি বয়ে যাই একা একা বাঁক থেকে বাঁকে ঘুম হারা রাত্রের তারার সভায় বিগত দিনগুলো হাত নেড়ে ডাকে