আলতা ও রক্ত

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

রহমান মুজিব
একটি রক্ত জবার পাশ ঘেষে চলে চাওয়া ভোর বলে যায়-- পৃথিবীর অনিবার্য রং; আলতা আর রক্ত আলতায় আঁকা নারীর স্বপ্নবিধি, অন্ধকার গস্নুকোজ পিরিয়ড অথচ অস্থির পুরুষ রক্তকে আলতা ভেবে তলোয়ারে লাল করে দেয় সহস্র কুরুক্ষেত্র আর পলাশীর আম্স্নকানন মানুষের অতীত পৃষ্ঠাগুলি ভুলে রক্তাক্ত, আলতার মতো লাল