বৃষ্টি বিলাস

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

চৌধুরী শাহজাহান
আবার এসেছে বর্ষা এই বাংলায় বিপুল গৌরবে প্রকৃতি সেজেছে আজ আপন আপন সৌরভে। রুক্ষ সুক্ষু ধরায় বইছে শান্তির হিমেল সমীরণ শুধু তুমি নাই কোথাও প্রাণেশ্বরী, হে প্রিয়জন। বৃষ্টি ভেজা এলোমেলো বাতাসে সেদিন শিরিষতলায় মেতেছিলাম দুজনে কারণে-অকারণে অজস্র কথায়। স্বপনে জাগরণে তুমি মিশে আছো পাঁজরে পাঁজরে বৃষ্টি বাদল ল্যাং মেরে ঝড় হয়ে বহো হৃদয় গহ্বরে। আবার এসেছে বর্ষা এই পাহাড়ঘেরা শহর বন্দরে তুমিহীনা এই শহর বৃষ্টির লাহান শুধু কান্দে অঝরে। ফিরে এসো নক্ষত্র এই সবুজাভ পাহাড়-নদী-পর্বতে আবার জমবে মেলা জারুলতলায় তোমাতে আমাতে।