মৃত্তিকার জল চুম্বন

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

আফিফ জাহাঙ্গীর আলি
সময় এখন, মেঘ ভাঙা রোদ-রোদ ভাঙা মেঘের লাজনম্র আষাঢ়-শ্রাবণ জল সৃজন সময় এখন, তৃষ্ণার্ত মৃত্তিকার গো গ্রাসে গিলে খাওয়ার জল চুম্বন যা ছিল উচ্ছিষ্ট মৃত্তিকার ললাটে তা পচে জৈব সার বিশুদ্ধ জলে উর্বর মৃত্তিকার চুম্বনে সিক্ততা সহায়ক সঞ্চয় বানের জলের বাতাস অপার কোমল- সর্বাঙ্গে পলি গন্ধমাখা অদৃশ্য অরূপ সম্ভার একসারি ক্ষুধার্ত পিঁপড়া দিয়েছিল হানা- চালের গোলায় বর্ষা ঢল বানের বার্তায় তারপর দলবেঁধে ভেলা হয়ে ভেসে পানির স্রোতে যায় মিশে প্রবাহিত নতুন ঠিকানায়। মাছের জল সাঁতার চলে বানের জলে বিস্তীর্ণ নদী খাতে।