রোদ খায় রোদের শরীর

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
আগুন গোলার উপর দিয়ে হেঁটে যায় রোদের ঝিলিক রোদের আছে কামগন্ধ, পায়ে ঠেলে ছেড়া তমসুক সে বুনে নেয় কামনা বীজ ধুলায় ধূসর মাঠির আঁচলে প্রজন্ম চত্বরে, পস্নাবন পিয়াসী সুনামির মতো সে শুধু বেড়ে ওঠে আকাশ সমান, মাটির জন্মগন্ধ কামধেনু লুঠিয়ে পড়ে যেন বিষণ্নতার মহারোদে, জলস্রোতে রোদ কখনো কামলীলা কখনো কৃষ্ণলীলায় ভাবঘোরে শুকিয়ে নেয় বাড়ন্ড দেহ, দেহের ভেতরে রেখে রূপান্তর রেখা একাএকা হাটে যেন আগুন কোকিল বসন্তবেলা শ্বেতশুভ্র হলুদ ঝড়ে রোদ খায় রোদের শরীর সে ধায় ঝর্ণাধারা চিবুকে চিবুকে নিতম্বে বুকে, ঠোঁটে ও গ্রীবায়, চুলে সমগ্র শরীর যেন কামের খামার কোমরদোলা অঙ্কুরিত সহবাস।