সূর্যোদয়ের শক্তি

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

শুকদেব মজুমদার
কতটুকু কালো তুমি? আলোর অনেক খেলা বাকি আছে আমাদের- কৃষ্ণগহ্বর সব কিছু ছিনিয়ে নিচ্ছে এমন জবর খবর রটনার দিন শেষ করতে হবে আমাদের। যেভাবে সূর্যোদয় এ দেশে প্রতিদিন তার আলাদা রঙ কেন যেন চোখে পড়ে- কেন যেন মনে পড়ে তার সঙ্গে একাত্তরের প্রগাঢ় রক্তলাল রঙ, তার সঙ্গে পতাকার লাল মেশালে এ দেশে মর্মান্তিক আর কোনো কিছুই ঘটবে না- এমন বিশ্বাস কেন যেন মনে জমে। আমার মনের জামের ডালে লক্ষ্ণীপঁ্যাচা তখন বাসা বাঁধে, আগস্টের সব ব্যথা, জমানো অপরাধ, ম্স্নানিমার দায় অনেক, তা থেকে উত্তরণের সুর নিয়ে কে এক আশাবাদী অন্তরে বসে আমার গলা সাধে। তারপরেও- কে কাঁদে ওই? এমন প্রশ্ন বেরিয়ে যায় কখনো অজান্তে- চলো, বাংলাদেশ, হাতে হাত ধরি, দূর করি সব সমস্যার বেড়িবাঁধগুলো, কথা বলি অমলিন আত্মীয়তায় একে অপরের সঙ্গে একান্তে! [জাতির পিতাকে নিবেদিত কবিতা]