বুকের ভেতর ঘুমানো

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

টিপু সুলতান
পোড়া দুপুর শেষে অশোভনীয় বাতাস- বালুর স্তূপ উড়িয়ে সরল চোখ আটকে দেয়- \হমেঘের জরায়ু ছিঁড়ে নেমে আসে \হনেশালাগা ঘোর জলীয় বাঁধভাঙা ঢেউ সকল ঋতুবদল- বৃষ্টির মতো হঠাৎ অশ্রম্ন, হঠাৎ শ্রাবণ- হাতগোছানো সর্পিলবাঁকা উড়ো বিকেল বুকের ভেতর ঘুমানো, যত্নে থাকা বালিকা সে সান্ত্বনা-একজন... \হবেনামি নির্মাণে আলুথালু পাতার সাঁকো- ভিনদেশি গিটারে-ক্যাসেটে অমোঘ তরতর গান \হসে কান পেতে শোনে, সে জানে \হভোরকুড়ানো শিউলিতলা \হবেকসুর খালাসে তাকায় নগর দেহ তার জগতে আমার ফুলমালা হামাগুড়ি দেয়