জ্যামিতির জ্যা-তত্ত্ব

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

মধুমিতা বিশ্বাস
ঝুম বৃষ্টি, বাঁধভাঙা জল বাতাবিগন্ধে ডুবে যাওয়া মোমগলা মৃদু আলো অদ্ভুত ভঙ্গিমায় টেবিলে বসে একটু একটু করে জমিয়ে রাখছি রাত্রি; জ্যামিতি বক্সে। কাঁটা-কম্পাস, বিন্দু, বৃত্ত, ভর ব্যাসার্ধের সমকোণ ছুঁয়ে চশমার হাইমাস্টে দেখি গৃহীত সন্ন্যাস ভোলা আরাধ্য হরফের সুর ভাসছে গভীরতার রহস্যে। কিছু সরল পাথর ভূমিকায় জ্যা-তত্ত্বের প্রান্তিক বিন্দুদ্বয় বৃত্তের ভেতর থেকে হেঁটে যাচ্ছে স্নায়ুভূতির মর্মাথে। অবস্থান নির্ণয়ে চুপ ও কথার মধ্যবর্তী স্থিরতার পরিমিতি জীবনবোধে জেনেছি সরলরেখা বরাবর কখনো শেষ বিন্দু মেলে না বক্ররেখাই সময়কে দিকভ্রষ্ট করে।