বঙ্গবন্ধু শেখ মুজিব

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

প্রণয় কান্তি বিশ্বাস
তুমি বাঙালির বন্ধু বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু তুমি। তুমি জাতির পিতা শেখমুজিব, শান্তির দূত তুমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, তুমি বাঙালির অহংকার। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তুমিই স্রষ্টা, ইতিহাস দেবে সাক্ষ্য তার ৭ই মার্চে রেসকোর্সের জনসমুদ্রে, তোমার বজ্রকণ্ঠে আসে স্বাধীনতার ডাক। তোমার তর্জনীর গর্জনে বীরবাঙালির অস্ত্র ধরে পরাজিত করে পাক বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়েছে বাংলাভাষাকে জগৎ সভায় ঠাঁই। বঙ্গবন্ধু তুমি বিশ্বমানচিত্রে এঁকেছো বাংলাদেশ, আমরা গর্বিত তাই তোমার ত্যাগ, তোমার প্রত্যয়, মহিমা তোমার, ভোলা কি কখনও যায়? তোমার কৃতিত্ব অলৌকিক, ঐশ্বরিক, যার তুলনা মেলা দায় তোমার সোনার বাংলা গড়ব আমরা, জয় বাংলা বাংলার জয়। পুঁজিবাদ, ধর্মান্ধতা, জঙ্গিবাদের প্রাসাদ ভাঙবো এই হোক প্রত্যয় বঙ্গবন্ধু, তোমার কীর্তি কলঙ্কহীন চির উজ্জ্বল চির অমলিন। বাঙালি হৃদয়ে তুমি চির জাগরুক, সাধ্যকার শোধিতে তোমার ঋণ তুমি বাঙালির বন্ধু বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু তুমি। তুমি জাতির পিতা শেখমুজিব, শান্তির দূত তুমি