মনিকা, তোমাকেই মনে পড়ে

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

মুস্তফা হাবীব
বিচিত্র এই ধূলিরং জীবনের বাঁকে যত স্বপ্নচিল পাখা নেড়েছিল বালকবেলা থেকে পড়ন্ত দুপুরে দুধসাদা, শ্যামল সুন্দর অথবা কৃষ্ণকালো। পরখ করে দেখলাম কষ্টি পাথরে পূর্ব পুরুষের ঐতিহ্য শিরা-উপশিরায়। আচরণ আর কর্ম সাধনায় স্বকীয় ধারা, আদিরসে স্নিগ্ধ সৌরভ ; অন্ধকারে যা, আঁধারেও তাই। তুমি সুদূরের অতিথি \হতোমার পূর্বপর জানার কোনো সাধ্য ছিল না তবু তোমাকেই ভালোবাসি নিরন্তর কাজল নদীতে ভিজবো বলে। তুমি বললে- আকাশে সূর্য ওঠা সত্য হলে নদীতে জোয়ার ভাটার নিয়ম যদি অব্যাহত থাকে \হ'আমি আসবো স্বপ্নবাজ পুরুষ মুস্তফা হাবীব এর দ্রাবিড বাংলায় ' তুমি এসে পাশে বসে শুনালে অসমাপ্ত জীবনের বহুমাত্রিক কাব্যকলা। আবার চলে গেলে... আমি মণিহার হাতে পথ চেয়ে আছি কবে মাধবী সাজে তুমি ভেসে ওঠবে আমার চোখের নীলে! এসো আমরা দুজন সমুদ্রের নোনাজলে ঝিনুক কুড়াই অবেলায়।