বঙ্গবন্ধুর বিশাল বড় বুক

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ০০:০০

দুলাল সরকার
বঙ্গবন্ধুর বিশাল বুক ঝঁাঝরা করেছিল যে বুলেটটি সেই বুলেট নিমের্তাকে তুমি চেন? সেও একজন মানুষ একজন শ্রমজীবী ভাই আর ঐ এস এল আর, এল এম জি নিমের্তা? তাকে চেন? সেও শ্রমিক অথের্র বিনিময়ে ঐ মারণাস্ত্র তৈরি করে নেয় একজন পুঁজিবাদী ব্যবসায়ী যে বা যারা এই পৃথিবীকে অস্ত্র বিক্রির বাজারে পরিণত করেছে তাকে চেন? সেও মানুষ যার উদ্গত হাত কঁাপেনি বঙ্গবন্ধুর বুক লক্ষ্য করে গুলিতে গুলিতে ঝঁাঝরা করে দিতে সেও মানুষ আর যার নিদেের্শ ছোড়া হয়েছে গুলি সেও মানুষ আর এদেরও রয়েছে সন্তান কারও পিতা কারও ভাই কারও প্রিয় স্বামী ভালোবাসায় কারও মুগ্ধ প্রেমিক তার পরও তারা হন্তারক এরা মারণাস্ত্র বিক্রেতা মানুষ তাহলে আর তফাৎ কোথায় মানুষে মানুষে যদি রক্তাক্ত হয় হাত, মুখ যদি উৎপাটিত হয় সব মূল্যবোধ সব মানবতা তাহলে মানুষ বলব কাকে, কার জন্য কঁাদবে আমার বুক? তাই পশু নয় মানুষ দেখলে আমি ভয় পাই আতঙ্কিত হই এই ভেবে যে এই মানুষই আমার শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ মা, ভাই, শ্রেষ্ঠ সন্তান ও শরীর।