কালের সোয়ারি

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ০০:০০

মনসুর হেলাল
বৈঠা হানো সায়াহ্নের অধিকৃত জলে দ্রোহের নাকাড়া বাজে উত্তুঙ্গ পললে। নিরুদ্দিষ্ট অধিবাসে কোথায় প্রাপক কোথায় স্বপ্নের স্থিতি নিঃশঙ্ক স্থাপক? বিপন্ন তরঙ্গ নাশে বোধের সৌরভ করতলে নতজানু জলের গৌরব। অধীর শূন্যতা ঘিরে কৃত বতর্মান অপঘাতে অপ্রাকৃত তোমার বাথান। নিঃশব্দ পতনে নত মায়াবী প্রলয় নীলিমার নীলাঞ্জনে শানিত বলয়। তমশার ছিন্নপত্রে ছায়াবৃত বেদি কৃতাথর্ স্থাপনে নীত অমূলক ব্যাধি। ঘাটে ঘাটে ক‚লপ্লাবি কান্না বারোয়ারি কোথায় ভিড়াবে নাও কালের সোয়ারি?