বৃষ্টিস্নাত হৃদয়ের কান্না

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ০০:০০

বদরুল হায়দার
বৃষ্টিস্নাত হৃদয়ের কান্না কখনো থামে না। যেন প্রবাহিত এক বুক ডুবে থাকা উত্তাল যমুনা। জল ও অতলে রেখাপাত করে অদেখা সম্পাত। তুমি বোধের পাল্লায় ঝঁাপ দিয়ে মাঝি মাল্লায় নিজেকে মগ্ন রাখো। অন্তর বিরোধে বালা খানায় অন্ত্রয় খেঁাজো প্রেমে। চলমান যৌবনে আমি বাঘে হরিণে কাটাই দিন রাত। বরখাস্ত ও বহাল চলে কমর্ফলে। রোষানলে আশার আগাম ছলেবলে পালার্র ক্লিনের মন ভুলে থাকে টেনশন। হৃদয়ে আটকে থাকে আত্মভোলা নাটকের দৃশ্যপট। উদ্যত বাসনা যাচ্ছে-উদাসিনতা ও নিন্দার পেটে। মনে ছলনার টানে শুরু হয় প্রহসন। ¤øান হতে থাকে সভ্যতা, ইতিহাস ভ‚গোল ও পরিনীতি। বৃষ্টি প্রকৃতির সৃষ্টি হয়ে মিষ্টি অভিমানে ঝরে পড়ে। প্রতিটি কান্নায় দিনরাত আলো অঁাধারের সাথে তুমি থাকো। হৃদয়ের ভাগ ও বিভাগ