কলঙ্ক মোচন

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ০০:০০

জাহানারা জানি
কি কলঙ্ক ছিলো আল্লা বাঙালির কাপালে এমন দুঃখ কোনো জাতি পায়নি কোনো কালে যার জন্য বাঙালি আজ হলাম বাংলাদেশি সেই পিতার বুকে চালায় গুলি সে কেমন সন্ত্রাসী? ধন সম্পদ খোয়া গেলে ক্ষতি পূরণ নয় আরে জাতির জনক হারালে ভাই জাতি এতিম হয় স্বাধীনতা অমূল্য ধন আনলো রে যে জন সেই পিতা হারা হয়ে জাতি কান্দে সারাক্ষণ সাতজনমে আর আসবে কি এমন মানিক ধন বসে বসে ভাবো দেখি পনেরো কোটি মন একাত্তরের ঘাতক দালাল তোদের ক্ষমা নাই দেশবাসীর একটাই দাবি তোদের ফঁাসি\