জাতির পিতা শেখ মুজিব

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ০০:০০

আলমগীর খোরশেদ
সাতচল্লিশ থেকে আন্দোলন শুরু পশ্চিমা শাসকদের বৈষম্যনীতি, স্বাধীনতাকামী গড়ে ওঠে মন আপামর জনতার প্রেম, ভালোবাসা প্রীতি। সত্তর-এ বঙ্গবন্ধু পেলেন মেন্ডেট, জাতির আওয়ামী লীগ পায় নিরংকুশ জয়, ইয়াহিয়া-ভুট্টোর ক্ষমতা হস্তান্তরে তালবাহানা ফুঁসে ওঠা বাঙালি অপেক্ষাতে রয়। সাতই মাচর্, রেসকোসর্ ময়দানে পিতা দিলেন স^াধীনতার ডাক, টেকনাফ থেকে তেঁতুলিয়া তার বাণী ছড়িয়ে আনে, নতুন দিনের বঁাক। পঁচিশে মাচর্ কালোরাতে পাকিস্তানি হায়ানা অপারেশন সাচর্ লাইট, চলে মানুষ নিধন, মুজিবনগর সরকার গঠন, নেয় শপথ শুরু হয় মুক্তিযুদ্ধ, সোনার বাংলা স্বপন। নয় মাস যুদ্ধে উজাড় হলো দেশ ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারালো নারী সাক্ষী থাকে, লাল-সবুজের পতাকা যাতনায় পাওয়া স্বদেশ, ভুলতে নাই পারি। বিধ্বস্ত দেশের হাল ধরলেন পিতা বিশ্ব জনমত, স্বীকৃতিতে আমার বাংলাদেশ, সবাই আজ খ্যাতি খঁুজে নেয় ভুলে গেছে শতো আত্মদান, আর ক্লেশ। পনেরো আগস্ট পঁচাত্তর, ধানমÐির বত্রিশ নাম্বার গুলির শব্দে জাগে, রাত্রি তখন ভোর, সপরিবারে নিহত, মহাকালের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতাবিরোধী চক্র, ওদের খুশির ঘোর। জাতির পিতা, বিশ্বনেতা, জ্যুলিও কুরী তুমি আছ, হয়ে বটের ছায়া, আছি তোমার আদশর্ নিয়ে বুকে স্বদেশ, তোমার মতো মায়া।