নুসরাত

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

বাবুল আনোয়ার
আমরা তোমাকে বাঁচাতে পারিনি মা! আগলে রাখতে পারেনি কেউ মৃতু্যই তোমাকে দিল আশ্রয় নিরাপদ ঘুমের শান্তিময় অনন্ত প্রহর তোমার জন্য এ দেশ, জাগ্রত জনতা সংবেদনশীল প্রাণ কষ্টের দায়ভারে কাঁদছে তোমার এ অসময়ে চলে যাওয়া অকালে ঝরে যাওয়া মানতে পারেনি কেউ- এ উদিত দুঃখের দেশ এ খররৌদ্র, দুগ্ধবতী জলের স্বদেশ ত্রিশ লাখ শহীদের রক্তে সিক্ত মাটি কোনো ঘাতকের জন্য নয়- কোনো নরপশুর নিরাপদ আশ্রয় হতে পারে না! তোমার মৃতু্যঞ্জয়ী প্রতিবাদ তোমার সাহসী কণ্ঠস্বর আমাদের ম্রিয়মানতাকে আরেকবার শাণিত করে তুলেছে-আমাদের বেদনার্ত মনন জাগ্রত করেছে সরব ঘৃণায় তোমার অকাল প্রস্থান প্রজ্বলিত করেছে চেতনার শিখা তোমার মৃতু্যতে আবহমান সরল সবুজে কালো হাতের যে নোংরা দাগ লেগেছে তা আলোর দু্যতিতে বিস্ফোরিত সমুদ্রের মতো শাশ্বত গর্জনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সমগ্র বাংলাদেশে- তোমার মৃতু্যর মহিমা আমাদের লজ্জার আধারে হেনেছে আঘাত আর দিয়েছে সকল অমানবিকতা- হিংস্রতার বিরুদ্ধে অমল অঙ্গীকার।