আমার পাথর সময়

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পথিক শহিদুল জাগে না আমার পাথর সময় কী করে যে বলা যায় গোপন ব্যথার সময় প্রাণ জাগে না মৌন নিথর সময় বড্ড অবহেলায়। জাগে না কাটে না আমার পাথর সময় কী করে কাটায় বলো নিঃসঙ্গ সময়, অভিধানে অলসতায় মিছিলে যাবার সময় পড়ার টেবিলে, ঘরের বারান্দায়, বিকালের ছাদে যেখানেই যায়... কাটে না আমার পাথর সময়। কথাও বলে না, ভিক্ষাও দেয় না পয়সাও দেয় না খোঁজও রাখে না দেখেও দেখেনা এই অবেলায় জাগেনা আমার পাথর সময়। যে পথে যায় শিল্পে ও সিনেমায় গানে কিংবা কবিতায় জাগে না কাটে না আমার পাথর সময় ফিরেও দেখে না মনও বলে না কোন সে পথে যায়... অলিগলি রাস্তায় ভবঘুরে আস্তানায় মধ্য রাত্রি বিক্রি জামা কাপুড় \হশেয়ালের ডাক শুনি তবু আমি হাতরাই কাটে না আমার পাথর সময়।