দহনের গান

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

সুলতানা ফিরদৌসী
নীলাভ থেকে কুৎসিত কালো, সৃষ্টির অভিযোগে কদাকার। ঘাসফুল নদীর জলে বিন্যস্ত বিন্যাসে নিজের খোঁজে আছে, আমি কখনো দেখিনি সংশয়ের অবকাশ, দগ্ধ বিক্ষিপ্ত সংঘর্ষে কৌমমন কি জানি খোঁজে, অনুভব করলাম দু'চারটে ভাঁজ, বোধ, একাগ্রতা। সর্বদাই কষ্ট যেন নৈঃশব্দ্যের জন্ম দেয় খুব গোপনে, নদীর জল এসে ছোঁয়ালো মন, \হতারপর একদিন আমার প্রিয় নদীটা ভেসে গেল... আমার চোখ যেন অন্ধকারের যাত্রী, সমস্ত কান্না হারিয়ে যায় কর্কশ শব্দে, শুরু হয় কথোপকথন তারপরও ... ভালোবাসা দৃশ্যমান হয় না পুড়ে ছাই হয়ে যায়, বুকের মধ্যে জড়িয়ে থাকে অনিবার্য দহন, দহনের গান... আমার সমস্ত সুখ চুরি করে মেতে উঠেছে নিয়তির নির্মাণ, আগুন জ্বালানো দহনে দগ্ধ আমার সারা শরীর কেমন অবশ হয়ে আসছে... আবারও সেই নীলাভ কুৎসিত কালো সৃষ্টির অভিযোগ? \হজীবনের উৎসব পালনে মুখরিত মানুষ বড্ড বেশি লোভী, \হসামলাতে পারেন না তীক্ষ্ন দৃষ্টি, ভেসে যায় মেঘনার জলে, দহনে পুড়তে পুড়তে মিশে যায় হৃদয়ের হাহাকারে, এক পশলা আবহমান ভালোবাসায় সিক্ত বেলাভূমিতে।