সে

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

আবেদীন জনী
হয়তো সে খুব চেনা জানা হয়তোবা তাকে চিনি না, জানি না কথা হয়নি, দেখা হয়নি কখনো কোথাও কখন যে দেখা হয়ে যায় তার সাথে কখন কাছের হয়ে যায় দূরের মানুষ! জানা নেই কখন আসে কখন আমাকে খোঁজে খুলে রাখি তাই ভেতর বাড়ির জানালা-দরোজা যদি সে কখনো এসে ফিরে যায়!