প্রেমপর্ব ৯৫

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

সমীর আহমেদ
চাঁদ ও পৃথিবীর মতো এক আজন্ম অদৃশ্য সম্পর্ক সুতোয় যেন বাঁধা পড়ে আছি। তোমার দিকে বাড়াতে পারি না এই অক্ষম হাত। জানি, তুমিও পারবে না শূন্যতার সমুদ্র পাড়ি দিয়ে এপারে ভেড়াতে তরী। তাই অনন্ত আকাঙ্ক্ষার আগুনে পুড়ে জোছনার লাবণ্যে শুধু ভেসে যাই স্বপ্নের বন্দরে বন্দরে। হৃদয়ের উত্তাপে বিরহের ধূপ পুড়িয়ে হয়ে গেছি ছন্নছড়া গন্ধবনিক।